Site icon Jamuna Television

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো সৌদি আরব

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আজ বুধবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা পলিত হতে পারে। এর একদিন আগে, ৫ জুন আরাফার দিবস পালিত হবে।

এদিকে, আরব আমিরাতের মন্ত্রিসভা ইতোমধ্যে ৫ জুনকে আরাফাতের দিন হিসাব করে ছুটি মঞ্জুর করেছে। দেশটিতে ৬ থেকে ৮ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। এই ঈদ হলো মক্কার বার্ষিক তীর্থযাত্রা হজের সমাপ্তি, যেখানে লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করেন।

সংযুক্ত আরব আমিরাতের ক্যাবিনেট ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে ৫ জুন (আরাফাহ দিবস) থেকে শুরু করে ৬, ৭ ও ৮ জুন (ঈদের তিন দিন) সার্বজনীন ছুটি থাকবে, যা বেসরকারি-সরকারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিজরি ক্যালেন্ডারের ১০ই জিলহজ তারিখে এ ঈদ উদযাপিত হয়।

প্রসঙ্গত, ঈদুল আজহা উদযাপনের মাধ্যমেই মূলত সৌদি আরবে হজ কার্যক্রমের সমাপ্তি ঘটে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান হজ পালনের জন্য মক্কায় সমবেত হন।

/এমএইচআর

Exit mobile version