খুলনা ব্যুরো:
খুলনার ডুমুরিয়ায় উপজেলায় তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় দুইজন নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আটলিয়া ইউনিয়ানাধীন নরনিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরনিয়া এলাকার মোছা. মাজেদা খাতুন ও রোকেয়া খাতুন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে যশোরগামী একটি তেলবাহী ট্যাংকলরি নরনিয়া মোড় এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইজন নারীকে চাপা দেয় লরিটি। পরে লরিটি পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই দুই নারীর মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্যাংকলরিটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
/আরএইচ
Leave a reply