স্বাধীনতার সাড়ে চার দশকেও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। এটাই এখন উন্নয়নের পথে প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভর কয়লা ও এলএনজি’র প্রতি ঝুঁকে পড়া সরকারি নীতির কঠোর সমালোচনা করছেন তারা। বলেছেন, সংকট মোকাবিলায় নিজস্ব গ্যাস উৎপাদন বাড়াতে এখনই নিতে হবে কার্যকর উদ্যোগ। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসে মাহফুজ মিশুর রিপোর্ট।
চার দশক পরও অনিশ্চিত জ্বালানি নিরাপত্তা

