Site icon Jamuna Television

রিজার্ভ বেড়ে ২২ বিলিয়ন ছাড়াল

ছবি: সংগৃহীত

আইএমএফ’র হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২২.০৪ বিলিয়ন ডলারে। আর মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৪১ বিলিয়ন ডলারে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের আগস্টে রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে। সেখান থেকে পরের মাসে কমে ২১ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলারে নেমেছিল।

অর্থপাচার কমে যাওয়াই বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে রিজার্ভের ওপর। এছাড়া রফতানির প্রবৃদ্ধিতেও রিজার্ভ বাড়ছে বলে জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠেছিল ২০২২ সালের আগস্টে। এরপর থেকে প্রতি মাসেই কমতে থাকে রিজার্ভ পরিমাণ।

সরকার পতনের আগে গত জুলায়ে রিজার্ভ কমে দাঁড়ায় ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে। নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেয়। এ উদ্যোগের পর পতন থেকে ঘুরে দাঁড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

/এটিএম

Exit mobile version