Site icon Jamuna Television

দিল্লিতে আগুন, অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে ‘দিল্লি হাট’ নামের ওই মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। তবে, অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর, এনডিটিভি’র।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য ১২টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দিল্লির ফায়ার সার্ভিস। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অন্তত ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, দিল্লি হাটের আগুনের ঘটনায় কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে।

দিল্লির কেবিনেট মন্ত্রী কপিল মিশ্র এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) বলেন, আগুন এখন নেভানো হয়েছে। আগুনে কোনও হতাহতের খবর নেই। আমি দিল্লি হাঁটে যাচ্ছি।

উল্লেখ্য, ভারতের গ্রামীণ বাজারের অনুকরণে দক্ষিণ দিল্লিতে ওই হাট স্থাপন করা হয়েছে। দেশটির বিভিন্ন প্রান্তের শতশত মানুষ সেখানে হস্তশিল্পের দোকান দিয়েছেন। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের রেস্তোরাঁও রয়েছে বাজারটিতে।

/এমএইচআর

Exit mobile version