Site icon Jamuna Television

চাহালের হ্যাটট্রিক, পাঞ্জাবের জয়ের দিনে প্লে-অফ স্বপ্নভঙ্গ ধোনিদের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথম দল হিসেবে প্লে-অফ সমীকরণ থেকে ছিটকে পড়ল চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ উইকেটের হার টেবিলের সেরা চারে টিকে থাকার সম্ভাবনায় শেষ পেরেক ঠুকে দিয়েছে দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিটির। ম্যাচে হ্যাটট্রিক করেছেন পাঞ্জাবের যুজবেন্দ্র চাহাল। আইপিএল ইতিহাসে প্রথমবার টানা পাঁচটি হোম ম্যাচ হারলো চেন্নাই।

বুধবার (৩০ এপ্রিল) এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বেশ ভালোই করছিল চেন্নাই। স্বাগতিকদের পক্ষে ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন স্যাম কারান। ইনিংসের ১৯তম ওভারে চাহাল হ্যাটট্রিকসহ তুলে নেন ৪ উইকেট। নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান।

নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক আইয়ারের ৪১ বলে ৭২, প্রভসিমরানের ৩৬ বলে ৫৪ ও শশাঙ্ক সিংয়ের ঝড়ো ১২ বলে ২৩ রানের সুবাদে ২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে পাঞ্জাব।

১৮ বলে ৪৪ রানের জুটি গড়েন শশাঙ্ক ও শ্রেয়াস। টানা তিন ওভারে তারা দুজনসহ ৩ উইকেট পড়লে চেন্নাইয়ের গ্যালারিতে আশার জাগরণ উঠেছিল, বিশেষ করে স্কোরে সমতা আসার পর ষষ্ঠ উইকেট হারানোর পর। তবে ইয়ানসেন তার দ্বিতীয় বলে চার মেরে সব শঙ্কা উড়িয়ে দেন।

১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে পাঞ্জাব। সমান সংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চেন্নাই।

/এমএইচআর

Exit mobile version