Site icon Jamuna Television

নবজাতককে বাগানে ফেলে গেল স্বজনেরা!

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বাগানে নবজাতককে ফেলে পালিয়ে গেছে গেছে স্বজনেরা। আজ মঙ্গলবার দুপুরে নড়াইলের সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামে কাপড় পেচানো অবস্থায় কন্যা শিশুকে উদ্ধার করা হয়।

স্থানীয় যুবক মলয় জানান, দুপুর ১২টার দিকে একজন পুরুষ ও একজন মহিলা মোটরসাইকেলে এসে শিশুটিকে বাগানে ফেলে পালিয়ে যায়।

স্থানীয় ফিরোজা বেগম জানান, তারা একটি শিশুর কান্না শুনে এসে দেখেন শিশুটির নাড়ি এখনও কাটা হয়নি। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে শরীর থেকে নাড়ি কেটে দেন এবং শিশুর পরিচর্যা করেন। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে বলেও জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version