Site icon Jamuna Television

জামিন পেলেন শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাহ উদ্দিন মিয়াজী

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, ঝিনাইদহ:

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহ উদ্দিন মিয়াজী জামিন পেয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারাগারের জেলার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন মিয়াজীকে জামিন দিলে তাকে মুক্তি দেয়া হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মশিয়ূর রহমান বলেন, বয়স বিবেচনায় এবং সরকারি হাসপাতাল থেকে অসুস্থতার সার্টিফিকেট দেয়ার পর সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী তাকে জামিন দেন।

তিনি আরও বলেন, সালাহ উদ্দিন মিয়াজীর নামে দেশের কোনও থানায় মামলা নেই। এমনকি তিনি দুই মাসের বেশি সময় ধরে কারাগারে থাকলেও তার বিরুদ্ধে পুলিশ এমনকি তার নির্বাচনী এলাকার কোন সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করেনি।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি রাতে যশোরে নিজের রিসোর্ট থেকে সালাহ উদ্দিন মিয়াজীকে গ্রেফতার করে যৌথবাহিনী। সেদিনই রাতেই বিশেষ নিরাপত্তায় ঝিনাইদহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে। জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। পরবর্তীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ মামলায় সালাহ উদ্দিন মিয়াজীকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন মিয়াজী। এর আগে, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন।

/এএইচএম

Exit mobile version