Site icon Jamuna Television

পাকিস্তানের প্রধান কোচ হতে চান আজহার মেহমুদ

পাকিস্তানের প্রধান কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার আজহার মেহমুদ। ইতোমধ্যে পাকিস্তান জাতীয় দলের বিভিন্ন ভূমিকায় কোচিং করিয়েছেন সাবেক এই অলরাউন্ডার।

ফেব্রুয়ারির পর থেকে কোচহীন বাবর-রিজওয়ানদের ড্রেসিংরুম সামলানোর নতুন দায়িত্বে এখনও কাউকে বসাতে পারেনি পিসিবি।

আজহার মেহমুদ এর আগে ২০১৬-১৯ পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ ছিলেন। ২০২৪ সালে তাকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ করে নিউজিল্যান্ড সফরে যায় জাতীয় দল। সেই সময় পাকিস্তান কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা নিয়ে ফেরে।

তবে পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে আগে থেকেই আছেন আরও দুজন। তাদের মধ্যে অনেকটাই এগিয়ে মাইক হেসন। এ ছাড়া পাক কিংবদন্তি সাকলাইন মুশতাকও আছেন এই প্রতিযোগিতায়। কোচ পদে আবেদনের শেষ সময় ধরা হয়েছে আগামী ৪ মে।

/এএইচএম

Exit mobile version