Site icon Jamuna Television

গাজীপুরে ফেনসিডিলসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর প্রতিনিধি:

আজ মঙ্গলবার মাদক হস্তান্তরের সময় মাদক ও নগদ টাকাসহ গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকা থেকে ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছে থাকা মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ইমরান হোসেন, মনির হোসেন, মো. এজাজুল হক, মো. পিয়ারুল ইসলাম, মো. সজিব হোসেন, মো. দবির হোসেন ও মো. সুমন মিয়া।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডের মাছিমপুর স্টেশন রোড এলাকায় তারা অভিযান চালায়। এসময় ফুলকলি বেকারি ও মিষ্টি দোকানের সামনে পাকা রাস্তায় মাদকের চালান হস্তান্তরের সময় অভিযুক্ত সাতজনকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ৮২২ বোতল ফেনসিডিল, ৯ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৯৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা বিভিন্ন পেশায় কাজ করলেও গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়।

Exit mobile version