তিন দফা দাবিতে শ্রম ভবনের সামনে আউটসোর্সিং কর্মীদের সমাবেশ

|

সরকারি দফতর ও সংস্থাগুলিতে স্থায়ী কাজের জন্য আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ, বিদ্যমান আইনি বিধান কার্যকর করাসহ তিন দফা দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১ মে) সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং ও দৈনিক মঞ্জুরিভিত্তিক শ্রমিকদের আধুনিক দাসপ্রথার অবসান এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে শ্রম ভবনের সামনে জড়ো হন বিভিন্ন সরকারি দফতরে আউট সোর্সিংএর মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারীরা।

বিনা নোটিশে চাকরি চলে যাওয়া, বেতন আটকে থাকাসহ নানা ভোগান্তির অভিযোগ তাদের। সর্বশেষ শ্রম সংস্কার কমিশনের সুপারিশ আমলে না নিয়ে নতুন প্রস্তাবনা প্রত্যাখ্যান করার কথা বলেন পরিষদের নেতারা। অচিরে দাবি মেনে নেয়া না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply