নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

|

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে ওই মিলের এক কর্মকর্তাসহ তিনজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে আটটার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলাম (২৫), নিরাপত্তা কর্মী আব্দুল হান্নান (৫২) এবং কবির হোসেন (৪৫)।

তিনজনের অবস্থাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশ জানায়, ‘মঞ্জু টেক্সটাইল অ্যান্ড ডাইং কারখানা’র গ্যাস কন্ট্রোল রুমে হঠাৎই বিকট শব্দে রাইজার বিস্ফোরণ হয়। এতে প্রতিষ্ঠানের একটি ভবনে আগুন লেগে যায়। এ সময় দগ্ধ হন কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলামসহ দুই নিরাপত্তা কর্মী। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানা বন্ধ থাকায় গ্যাসের চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটেছে। মে দিবস উপলক্ষ্যে কারখানাটি আজ বন্ধ ছিল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply