পুলিশের সাথে জনগনের বিরোধ রয়েছে উল্লেখ করে এর সমাধানে বিষয়টির মূলে বা গোড়ায় যেতে হবে বলে মন্তব্য করেছেন লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান। এই রাষ্ট্র এখনও জনগনের জন্য হতে পারেনি বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে এ কথা বলেন তিনি।
এছাড়াও পুলিশের অভ্যন্তরে সমস্যা রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, আদালতের আদেশের পরেও ৫৪ ধারায় গ্রেফতার বন্ধ করা যায়নি। তাই পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে।
এছাড়াও সম্পদ অর্জনের অবৈধ পদ্ধতির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতি জোর দেন তিনি। এটি সম্ভব না হলে পুলিশের কোন সংস্কারই কাজে আসবেনা বলেও মনে করেন অধ্যাপক সলিমুল্লাহ খান।
/এমএইচ
Leave a reply