Site icon Jamuna Television

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুষ্টিয়া করেসপনডেন্ট:

কুষ্টিয়া দৌলতপুরে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তারাগুনিয়া সাবস্টেশনে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে সাবস্টেশনের মধ্যে একটি মরদেহ পড়ে থাকার খবরে বিদ্যুৎ অফিসের লোকজন সেখানে যায়। এ সময় ট্রান্সফার মেশিনের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। নিহতের যুবকের হাত ও পায়ে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে। তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে দৌলতপুর জোনাল অফিসার এজিএম তাওফিকুর রহমান বাচ্চু বলেন, সাবস্টেশনের চারদিকে দুই স্তরের কাঁটাতারের বেড়া ভেদ করে সে ভেতরে প্রবেশ করেছিল। কয়েকটি ট্রান্সফারমার মেশিনের তার কাঁটা অবস্থায় পাওয়া গেছে। তবে তার কাটার কোনও যন্ত্র সাবস্টেশনের মধ্যে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপ-পরিদর্শক মনোয়ার রহমান বলেন, এই চক্রে একাধিক ব্যক্তি ছিল। একজন মারা গেলেও অন্যরা পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/আরএইচ

Exit mobile version