মে দিবসে বাগছাসের ছাত্র-শ্রমিক সংহতি র‍্যালি

|

মে দিবস উপলক্ষ্যে ছাত্র-শ্রমিক সংহতি র‍্যালি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে রিকশাচালক, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা তাদের বৈষম্যের কথা তুলে ধরেন।

এসময় গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধিরা চা শিল্পের মজুরি বাড়ানো, হরিজন দলিত সম্প্রদায়ের মানুষদের বঞ্চনার কথা জানিয়ে সকল শ্রমিকদের নূন্যতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান। শ্রমিকদের নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকার সমালোচনাও করেন দলটির নেতারা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply