Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষর

বেশ কিছুদিন ধরে দর কষাকষির পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মাঝে স্বাক্ষরিত হয়েছে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি। এর মাধ্যমে ইউক্রেনের নতুন খনিজ সম্পদ চুক্তিতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র।

কয়েক মাসের আলোচনা শেষে বুধবার (৩০ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে এ চুক্তি সই হয়। খবর রয়টার্সের।

গুরুত্বপূর্ণ এই চুক্তি অনুযায়ী, কিয়েভের দুর্লভ খনিজ সম্পদে প্রবেশাধিকারের বিনিময়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে তহবিলের যোগান দেবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের অর্থনীতিকে আবারও শক্তিশালী করার অঙ্গিকার ব্যক্ত করেছে ওয়াশিংটন।

কিয়েভের অর্থ মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র সরাসরি বা সামরিক সহায়তার মাধ্যমে অবদান রাখবে এবং ইউক্রেন তার প্রাকৃতিক সম্পদ থেকে পাওয়া রাজস্বের ৫০ শতাংশ তহবিলে দেবে।

এই চুক্তিটি এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ চলছে। এর আগে, গত মার্চে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠক হয়েছিল। এই চুক্তিটি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি নির্দেশ করছে।

/এএম

Exit mobile version