Site icon Jamuna Television

উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

রাজধানীর উত্তরায় বজ্রপাতে রাকিবুল হাসান খান নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও চারজন।

আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে উত্তরায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ব ইজতেমার মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাফির মৃত্যু হয়। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী। নিহত রাফি কিশোরগঞ্জের নেয়ামতপুর বাজার এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। আহতদের উদ্ধার করে উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

/এএম

Exit mobile version