Site icon Jamuna Television

নির্বাচিত সরকারের অধীনে সংস্কার চায় জাতীয় পার্টি: জি এম কাদের

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জনগোষ্ঠীর একটি অংশকে বাইরে রেখে যে ঐকমত্যের চেষ্টা চলছে তাতে আমাদের আস্থা নেই। অন্তর্বর্তীকালীন সরকার নয়, নির্বাচিত সরকারের অধীনে সংস্কার চায় জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির রাজনৈতিক কার্যালয়ে শ্রমিক দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে না চাইলে, তা মাথা পেতে নেব। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে ফ্যাসিবাদি কায়দায় দল নিষিদ্ধ করা জাতীয় পার্টি মেনে নেবে না।

এ সময় ৩ সাংবাদিককে চাকরিচ্যুত করা প্রসঙ্গে তিনি বলেন, আবারো ফ্যাসিস্ট সংস্কৃতিকে মেনে না নিতে গনমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।

/আরএইচ

Exit mobile version