Site icon Jamuna Television

প্রবাসী শ্রমিকদের ভোটের ব্যবস্থা করতে কমিশনের প্রতি আহ্বান হাসনাতের

ফাইল ছবি।

আগামী নির্বাচনে প্রবাসী শ্রমিকরা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগতি পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর বাংলামটরে মহান মে দিবস উপলক্ষে এনসিপির শ্রমিক উইংয়ের আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, শ্রমিকদের অধিকারের জায়গা আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। ভোট সংস্কৃতির কারণে শ্রমিকরা সংখ্যায় খাতা কলমে থেকে গেছেন। আমরা চাই, প্রতিটা মানুষ এবং শ্রমিক নাগরিক হয়ে উঠবে। ক্ষমতায় যেই আসুক শ্রমিকদের অধিকার বুঝিয়ে দেয়া তাদের কর্তব্য বলেও মন্তব্য করেন হাসনাত।

এ সময় প্রবাসী শ্রমিকদের ভোটের বিষয়ে গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের দেশ কী দিতে পেরেছে? তারা দেশে ফিরে আসার পর পরিবারের বোঝা হয়ে যায়। ক্ষমতা নির্ধারণে যাতে প্রবাসীদেরও ভোটের মূল্যায়ন হয়, সেটা আমরা চাই। তাদের বঞ্চিত করে নির্বাচন আরেকটি বৈষম্যের শামিল বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version