Site icon Jamuna Television

আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা

আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’-এ ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বাহিনী। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেছেন, হুতি বাহিনী আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়।

এক অভিযানে লহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’কে এলাকা ছেড়ে যেতে বাধ্য করার পরই ‘ইউএসএস কার্ল ভিনসন’কে টার্গেট করা হয়।

তিনি দাবি করেছেন, আগের অভিযানের ফলে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান ধ্বংস হয়।

উল্লেখ্য, গত কয়েকদিনের ধারাবাহিকতায় ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে ধ্বংস হয়েছে। এ ঘটনায় আফ্রিকার অন্তত ৬৮ জন নাগরিক নিহত ও আরও ৪৭ জন আহত হন।

/এআই

Exit mobile version