Site icon Jamuna Television

দাবানলে পুড়ছে ইসরায়েল, প্রবেশ করছে জেরুজালেমের দিকে

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনের লেলিহান শিখায়। এক সপ্তাহ আগে, দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে।

শুষ্ক-উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা। যা ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতি পর্যন্ত ওঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তাই দাবানলের ব্যাপকতা বাড়ছে। প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। ২ হাজার ৮৯১ একর পাহাড়ি এলাকা ছাড়খার করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে। বন্ধ হয়ে গেছে তেলআবিব-জেরুজালেম প্রধান সড়ক।

দেড় শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি। সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনটি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে ইতালি ও ক্রোয়েশিয়া। সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গাভির বলেন, দেড়শ’ ফায়ার ফাইটিং টিমের সাথে উত্তর থেকে স্ট্যান্ডবাই গ্রুপকেও আনার সিদ্ধান্ত নিয়েছি। ফায়ার ফাইটাররা কাজ করছেন। তবে তীব্র বাতাস বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে সুপার হারকিউলিস বিমানের ব্যবস্থা করতে বলেছি। সেগুলো যেকোনো আবহাওয়ায় কাজ করতে পারে।

ইসরায়েলের মেমোরিয়াল ডে’র নানা আয়োজন বাতিল করা হয়েছে দাবানলের কারণে। খালি করে ফেলা হয়েছে আশপাশের ১০টি লোকালয়। যেকোনো সময় সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে আরও বহু বাসিন্দাকে।

/এআই

Exit mobile version