Site icon Jamuna Television

বসিলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত, আহত ২

রাজধানীর বসিলা এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিকশার দুই যাত্রী।

বৃহস্পতিবার (১ মে) রাতে বসিলা ব্রিজে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাচালক সাদিকুল ইসলাম নিহত হন। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত সাদিকুলের স্বজনরা জানান, হাসপাতালে নেয়ার আগেই সাদিকুলের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সাদিকুল।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

/এএম

Exit mobile version