Site icon Jamuna Television

ফাইনালের সুবাস পাচ্ছে টটেনহামও

অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ইংলিশ দল টটেনহাম হটস্পারও পাচ্ছে ফাইনালের সুবাস। সেমিফাইনালে নরওয়ের বোদো/গ্লিমটকে ৩-১ গোলে হারিয়েছে স্পার্সরা।

নিজেদের ডেরায় খেলতে নেমে মাত্র ৩৭ সেকেন্ডে এগিয়ে যায় টটেনহাম। রিচার্লিসনের হেডে জনসন গোলমুখ খোলেন। ৩৪ মিনিটে আরও এগিয়ে যায় স্পার্সরা। পোরোর ক্রস থেকে ম্যাডিসন কাট করে জাল কাঁপান। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও প্রথমার্ধে লক্ষ্যভেদ করতে পারেনি নরওয়েজিয়ান দল বোদো।

ম্যাচের ৬১ মিনিটে টটেনহাম আরও এগিয়ে যায়। ভিএআর রিভিউতে পেনাল্টি পেয়ে তৃতীয় গোল করেন সোলাঙ্কে। ৮৩ মিনিটে সল্টনেসের শট বেন্তাকুরের গায়ে লেগে জালে জড়ালে এক গোলের স্বস্তি পায় বোদো।

আগামী বৃহস্পতিবার (৮ মে) বোদো/গ্লিমটের কৃত্রিম পিচে কঠিন পরীক্ষা দিতে হবে টটেনহামকে। সেই ম্যাচের গেরো ছোটাতে পারলে অল ইংলিশ ফাইনাল হওয়ার সম্ভাবনাই বেশি।

সেক্ষেত্রে, আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দেখা যেতে পারে ৬ ইংলিশ ক্লাবকে। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) থেকে এমনিতেই সরাসরি খেলবে ৫ ক্লাব। ইউরোপা জয়ীরাও সরাসরি সুযোগ পায় চ্যাম্পিয়নস লিগে।

/এএম

Exit mobile version