Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন ট্রাম্প

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পদে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করবেন মার্কিন পররাস্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার (১ মে) সামাজিকমাধ্যমে করা এক পোস্টে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর ট্রাম্পের ঘনিষ্ঠ সার্কেলে এটিই প্রথম বড় রদবদল। ট্রাম্প বলেছেন, জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে ওয়াল্টজকে মনোনীত করবেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, তিনি (ওয়াল্টজ) আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে কঠোর পরিশ্রম করেছেন।

তবে ঠিক কী কারণে মাইক ওয়াল্টজকে দায়িত্ব থেকে সরানো হলো, সে বিষয়ে খোলাসা করেননি ট্রাম্প।

এর আগে, ইয়েমেনে হামলার জন্য খোলা নিরাপত্তাসংক্রান্ত গোপন গ্রুপ চ্যাটে ভুলক্রমে এক সাংবাদিককে যুক্ত করেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ফাঁস হয় স্পর্শকাতর তথ্য। যা ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয় যুক্তরাষ্ট্রে। তোপের মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। সেই ঘটনার পর থেকে ওয়াল্টজ তার প্রভাব হারাতে থাকেন।

/এএম

Exit mobile version