Site icon Jamuna Television

কনফারেন্স লিগের ফাইনালে এক পা চেলসির

উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে সুইডিশ ক্লাব জুরগার্ডেন্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে চেলসি। প্রথম লেগের ম্যাচে নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে স্বাগতিকদের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করে দ্য ব্লুজ। প্রতিপক্ষের মাঠে এ জয়ে স্বভাবতই উজ্জীবিত এনজোর শিষ্যরা।

বৃহস্পতিবার (১ মে) স্টকহোমের থ্রি অ্যারেনায় চেলসিকে আতিথ্য দেয় জুরগার্ডেন্স। নিকোলাস ছাড়াও সফরকারী দলের হয়ে গোল করেন স্যাঞ্চো ও মাডুয়েক।

শুরু থেকেই বল নিজেদের কাছে রেখে আক্রমণে ওঠার চেষ্টা চালায় চেলসি। ম্যাচের ১২তম মিনিটে জ্যাডন স্যাঞ্চোর দারুণ ফিনিশিংয়ে লিড নেয় সফরকারিরা। বিরতির ২ মিনিট আগে মাডুয়েকের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে লন্ডনের ক্লাবটি। ৬ মিনিটের ব্যবধানে ৫৯ ও ৬৫ মিনিটে দুই গোল করে দলকে আরও এগিয়ে নেন নিকোলাস জ্যাকসন।

ম্যাচের ৬৮তম মিনিটে স্বাগতিকদের হয়ে অবশ্য এক গোল শোধ করে জুরগার্ডেন্স। তবে হার এড়াতে তা যথেষ্ঠ ছিল না।

শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম লেগে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। আগামী ৮মে দিবাগত রাতে স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের শেষ লেগে মুখোমুখি হবে দু’দল।

/এমএইচআর

Exit mobile version