Site icon Jamuna Television

ভারতের যেকোনো দুঃসাহসের কঠোর জবাব দেয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান

ভারতের যেকোনো দুঃসাহসের দ্রুত ও কঠোর জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির।

বৃহস্পতিবার (১ মে) দেশটির পাঞ্জাব প্রদেশে টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর) সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি। যা পরবর্তীতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে জানানো হয়।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, একটি বিষয় নিয়ে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। তা হলো, ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের দ্রুত জবাব দেয়া হবে, যা হবে দৃঢ় এবং জোরালো।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করলেও তা নাকচ করেছে পাকিস্তান।

এই জঙ্গি হামলার কয়েকদিন পূর্বে কাশ্মির নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েন জেনারেল আসিম মুনির।

/এএম

Exit mobile version