Site icon Jamuna Television

মাদ্রিদ ওপেনের ফাইনালে কোকো গফ

চারবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা শিয়াটেককে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের কোকো গফ।

বৃহস্পতিবার (১ মে) ক্লে কোর্টে নারী এককের খেলায় মাত্র ৬৪ মিনিটে ৬-১ ও ৬-১ গেমে জয় তুলে নেন ২১ বছর বয়সী এই টেনিস তারকা।

শিয়াটেকের সঙ্গে ক্লে কোর্টের পরিসংখ্যানে বেশ বিবর্ণ গফ। এই ম্যাচের আগে সবশেষ পাঁচবারের দেখায় প্রত্যেক খেলায় হারতে হয়েছিল তাকে। তবে মাদ্রিদ ওপেনে সবকিছু পেছনে ফেলে অবিশ্বাস্য জয় তুলে নেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। কোকো গফের একচেটিয়া আক্রমণের সামনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি শিয়াটেক।

ফাইনালের লড়াইয়ে র‍্যাংকিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন কোকো গফ। মাদ্রিদ ওপেনের ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার (৩ মে) বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

/এএম

Exit mobile version