Site icon Jamuna Television

গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা দরকার: নুরু

গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু।

শুক্রবার (২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘আমার বাংলাদেশ’ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুরু বলেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা ঠিক হবে না। ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করেই দ্রুত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নির্বাচনের দিকে যাত্রা করা উচিত।

তিনি আরও বলেন, মানবিক আশ্রয় দিয়ে যে বিপদে পড়েছি, এখন আবার এক মানবিক করিডোরের নামে দেশকে নতুন কোনো ফাঁদে ফেলা হচ্ছে। এটি নিয়ে দলগুলো উদ্বিগ্ন ও শঙ্কিত।

/এসআইএন

Exit mobile version