Site icon Jamuna Television

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে ঢেলে সাজাতে হবে: প্রধান বিচারপতি

ফাইল ছবি।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। ইতিহাসের মূল্যবান সামষ্টিক সংরক্ষণে নিজ নিজ জায়গা থেকে সবার ভূমিকা পালন করা উচিত। ইতিহাসের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে দেশকে ঢেলে সাজাতে হবে।

শুক্রবার (২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘বাংলাদেশ ইতিহাস পরিষদের ১৪তম দ্বি-বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ সংস্কার রোডম্যাপের সুবিধা মানুষ পেতে শুরু করেছে। জুলাই অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়ন করতে না পারলে, সুফল থেকে বঞ্চিত হবে দেশবাসী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, সকল অংশীজনকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এতে বাংলাদেশ ইতিহাস পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/আরএইচ

Exit mobile version