Site icon Jamuna Television

নাটোরে পদ্মা নদীতে সেনাবাহিনীর অভিযান, আটক ৫

নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সেনাবাহিনীর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। এতে জব্দ হয়েছে ড্রেজার ও ২টি বালু ভর্তি ট্রলার।

শুক্রবার (২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ঈশ্বরদী ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানায়, পদ্মা নদীতে বছরের পর বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও চরের মাটি বিক্রির মহোৎসব চলছে। এতে নদীর পাড় ভেঙে ফসলি জমি বিলীন হয়ে নিঃস্ব হয়েছেন অনেক কৃষক।

বর্তমানে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবৈধ এই কার্যক্রম অনেকটা বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে চরাঞ্চলের কৃষকদের মাঝে।

/এসআইএন

Exit mobile version