Site icon Jamuna Television

অনশনে লতিফ সিদ্দিকী অসুস্থ, মেডিকেল বোর্ড গঠন

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী লতিফ সিদ্দিকী তিন দিন আমরন অনশনে অসুস্থ হয়ে পড়েছেন। তার চিকিৎসায় ৮ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করেছে জেলা প্রশাসন।

আজ সকাল থেকে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসাল্টেন্ট ডা.মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ টিম তাকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করবে। এর অংশ হিসাবে মেডিকেল টিম লতিফ সিদ্দিকীর শারিরীক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।

উল্লেখ্য, গত রোববার (১৬ ডিসেম্বর) কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকায় গণসংযোগ কালে তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বহরের ৩টি গাড়ি ভাঙচুর করে তারা। পরে ঐ দিনই রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে
৩ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন লতিফ সিদ্দিকী।

Exit mobile version