সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে সোহেল খান (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) বিকালে উপজেলার দেবাসুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল খান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খইলশাখালী গ্রামের লিয়াকত আলি খানের ছেলে।
নিহতের পিতা লিয়াকত আলি খান জানান, বৃহস্পতিবার সোহেল দেবাসুর গ্রামের ইকুল শিকদারের বাড়িতে কাজ করছিলেন। নির্মাণাধীন ভবনটির তিনতলার সিঁড়ির কাজ করার সময় নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হয় সোহেল। পরে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/আরএইচ
Leave a reply