এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গত ফ্যাসিবাদ এবি পার্টিকে কোনো কাজ করতে দেয়নি। কাগজে কলমে আমাদের বয়স ৫ বছর কিন্তু বাস্তবতায় হবে ১০ মাস। শুক্রবার (২ মে) এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষীকির অনুষ্ঠানে তিনি একথা জানান।
এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে দায় ও দরদের রাজনীতির কথা আমরাই ৫ বছর ধরে বলছি। ২য় রিপাবলিকের প্রসঙ্গটি আমরাই রাস্তায় নিয়ে আসছি। পরিবারতন্ত্রের বাহিরে রাজনীতির বয়ান আমরাই হাজির করেছি। অতীত থেকে আমরা শিক্ষা নিবো, ২৫ এর সমস্যা ২৫ ই সমাধান করতে হবে,এখানে অতীতকে নিয়ে আসা যাবে না। ইস্যুবেইজড রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত করেছি।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সবার আগে বাংলাদেশ এই স্লোগান আমরাই প্রথম নিয়ে এসেছি। সমস্যা সমাধানের রাজনীতি আমরাই আলোচনায় নিয়ে এসেছি। বিকল্প রাজনীতি কি হবে তা আমরা ইতিমধ্যে জনগণের নিকট তুলে ধরেছি। এখন সময় নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার।
এর আগে, সকাল ১০টায় এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। যা কাকরাইল, নাইটিঙ্গেল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে এবি পার্টি’র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, জাহাঙ্গীর কাসেম, বিএম নাজমুল হক, লে. কর্ণেল (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, ব্যারিস্টার সানী আব্দুল হক, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, হাদিউজ্জামান খোকন, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্সসহ এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সকল সদস্যরা।
/এএস
Leave a reply