Site icon Jamuna Television

রোহিতদের ঢাকায় আসা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বিসিবির

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে চলমান পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে দল পাঠাতে আগ্রহী নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এই খবর প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, ভারতের সাথে পূর্বনির্ধারিত সিরিজ নিয়ে এখন পর্যন্ত সবকিছুই ঠিক আছে, বিসিসিআই’র সাথে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, আমার বিশ্বাস যথাসময়েই ভারত আসবে।

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে সংবাদমাধ্যমটি উল্লেখ করে, এ সফর পূর্বনির্ধারিত। কিন্তু এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের না যাওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে, বাংলাদেশ সফরই নয়, এমনকি ভারতে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে ধোঁয়াশা। সেক্ষেত্রে বিকল্প ভেন্যুতে আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট। ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ।

/এমএন

Exit mobile version