Site icon Jamuna Television

নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ৩০ ডিসেম্বর ভোটের দিন অফিস আদালত বন্ধ থাকবে। নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।

সোমবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়। চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version