Site icon Jamuna Television

ইপিএল: ডি ব্রুইনার গোলে টেবিলের তিনে ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ৩৫তম ম্যাচ ডে’তে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। উলভার হ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। এখন পর্যন্ত শীর্ষ পাঁচ দলের মধ্যে এক ম্যাচ বেশি খেলেছে সিটি। তালিকার চার ও পাঁচে থাকা নিউক্যাসল ও চেলসির পয়েন্ট যথাক্রমে ৬২ ও ৬০।

শুক্রবার (২ মে) নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে আতিথ্য দেয় ম্যান সিটি।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত শুরু করে উলভস। সিটি গোলরক্ষক এডারসনকে কিছু সময়ের জন্য একা পেয়েও গোল করতে পারেননি জিন বেলেগার্ড ও মার্শাল মুনেতসি। কয়েক মিনিট পর, রায়ান নুরির শট সিটির ফার পোস্টে লেগে প্রতিহত হলে আবারো গোল বঞ্চিত হয় দলটি।

তবে ক্রমশই ম্যাচে ফেরে সিটিজেনরা। ডকুর অ্যাসিস্টে ম্যাচের ৩৫তম মিনিটে সিটিজেনদের হয়ে লিড নেন ক্যাভিন ডি ব্রুইনা। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও গোল পেতে পারতো উলভস। কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি। ম্যাথিয়াস কুনার শট এবার ফিরে আসে নেয়ার পোস্টে লেগে। সিটিও ব্যবধান বাড়িয়ে নিয়ে একাধিক আক্রমণ চালায়। তবে দু’দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা।

আগামী শনিবার (১০ মে) সাউদাম্পটনের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ম্যানসিটি।

/এমএইচআর

Exit mobile version