Site icon Jamuna Television

মশা নিধনে এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক

মশা নিধনে শুধু সিটি করপোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।

শনিবার (৩ মে) সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকায় প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতাকর্মী নিয়ে মশক নিধন অভিযানের সময় এসব কথা জানান তিনি।

আসন্ন বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা এবং আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে মো. শাহজাহান মিয়া বলেন, কারও একার প্রচেষ্টায় মশা পুরোপুরি নির্মূল সম্ভব নয়, এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে।

সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকে পরিচ্ছন্ন শহর গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত অভিযানের মাধ্যমে মশা নিধন কার্যক্রম চলমান রাখা হবে।

/এসআইএন

Exit mobile version