Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে একটি পর্যটক বাস ও পিকআপ ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এছাড়াও আটজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১ মে) আইডাহো রাজ্যের পূর্বাঞ্চলে একটি ব্যস্ত সড়কে। শনিবার (৩ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৪ জন যাত্রী বহনকারী ট্যুরিস্ট বাস ও চেভি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লাগে। আইডাহো রাজ্য পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনায় বাসের ছয়জন যাত্রী ও পিকআপ ট্রাকের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এয়ার অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ পর্যন্ত নিহতদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এই ঘটনার পর ওই মহাসড়কে প্রায় সাত ঘণ্টা যানচলাচল বন্ধ রাখা হয়। উল্লেখ্য, এই সড়কটি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের একটি প্রধান প্রবেশদ্বার থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। পার্কে এখন পর্যটন মৌসুম চলায় সাধারণত এই রাস্তায় যানবাহনের চাপ বেশি থাকে।

/এআই

Exit mobile version