Site icon Jamuna Television

৫ দিনে ঢাকা ছেড়েছেন ২০ হাজার হজযাত্রী, ভিসার অপেক্ষায় সাড়ে ১৩ হাজার

ফাইল ছবি।

গত পাঁচদিনে ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৫৫ জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। আজ শনিবার (৩ মে) আরও ৬টি ফ্লাইটে ২ হাজার ৫৩৬ জন মক্কায় যাবেন।

শনিবার (৩ মে) সকালে এক ব্রিফিংয়ে ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, এখনও ১৩ হাজার ৫৩৫ জন ভিসা পাননি। এছাড়া, বিভিন্ন কারণে আরও চারজনের হজ যাত্রা আটকে আছে। তবে সবাই ভিসা পাবেন। আটকে যাওয়ারা অতিরিক্ত ফি ছাড়াই মক্কা যেতে পারবেন। গত ২৪ ঘণ্টায় আটকে পড়া ১৪ জন ভিসা পেয়েছে।

তবে বিমানে টিকিট প্রাপ্তি ও হজ ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে বেশকিছু অভিযোগ রয়েছে অনেকের।

/আরএইচ

Exit mobile version