দক্ষিণ-পূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুরে আজ শনিবার (৩ মে) শুরু হয়েছে পার্লামেন্ট নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ১ হাজার ২৪০টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। এবারের নির্বাচনে পার্লামেন্টের ৯৭টি আসনের মধ্যে ৯২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটের ফলাফল প্রকাশিত হবে আগামীকাল।
বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশটির নাগরিকদের জন্য জীবনযাত্রার ব্যয়, আবাসন, স্বাস্থ্যসেবা, চাকরি এবং বয়স্ক জনগণের নিরাপত্তা এমন বিষয়গুলো।
দেশটির বৃহত্তম রাজনৈতিক দল পিপল’স অ্যাকশন পার্টি (প্যাপ), যা ১৯৫৯ সাল থেকে প্রতিটি নির্বাচনে জয়ী হয়ে আসছে। এবারের নির্বাচনেও জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে দলটি। তবে ২০২০ সালের নির্বাচন ছিল প্যাপের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। সেবার দলটি ৬০ শতাংশ আসনে জয়ী হয়েছিল, যেখানে ৪০ শতাংশ আসনে বিরোধী দল ওয়ার্কার্স পার্টি জয়ী হয়।
উল্লেখ্য, ১৯৬৫ সাল থেকে এ পর্যন্ত গত ৬০ বছরে মাত্র ৪ জন প্রধানমন্ত্রী পেয়েছে নগররাষ্ট্র সিঙ্গাপুর। ক্ষমতাসীন দল প্যাপের নেতাদের মধ্যে বেশিদিন ক্ষমতায় থাকার রেকর্ড সাবেক প্রধানমন্ত্রী লি সেইন লুং এর পিতা লি কুয়ান ইউ-এর। টানা ২৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
/এমএইচআর
Leave a reply