Site icon Jamuna Television

ভারতে যুদ্ধবিমানের প্রশিক্ষণ মহড়া

পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই যুদ্ধবিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে ভারত। শুক্রবার (২ মে) উত্তর প্রদেশে ফাইটার জেটের জরুরি অবতরণের মহড়া চালায় দেশটির বিমান বাহিনী।

রাফাল, জাগুয়ার, মিরেজ- টু থাউজেন্ড, সুখয়-থার্টি, মিগ-টুয়েন্টি নাইন এবং সি-ওয়ান থ্রি জিরো জে সুপার হারকিউলিস অংশ নেয় এই অনুশীলনে। নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি করা হয়েছে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই জরুরি অবতরণ ফ্যাসিলিটি।

এর আগে, গত বৃহস্পতিবার ঝিলমের তিল্লা ফায়ারিং রেঞ্জে যুদ্ধবিমান, কামান ও ট্যাংকসহ বিভিন্ন সমরাস্ত্রের মহড়া চালায় পাকিস্তান।

ভারতীয় গণমাধ্যমের দাবি, চলমান উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ।

/এমএইচ

Exit mobile version