Site icon Jamuna Television

ফিলিস্তিনি শিশু হত্যার দায়ে মার্কিন নাগরিকের ৫৩ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে ৬ বছর বয়সি ফিলিস্তিনি-মার্কিন শিশু ওয়াদী আলফায়ুমি হত্যার দায়ে জোসেফ চুবা নামের এক ব্যক্তিকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিদ্বেষপ্রসূত ঘৃণাজনিত অপরাধ ও হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইলিনয় অঙ্গরাজ্যের উইল কাউন্টির বিচারক অ্যামি বার্তানি-টমচাক শুক্রবার এই রায় ঘোষণা করেন। ৭৩ বছর বয়সী বাড়ির মালিক জোসেফ চুবা ২০২৩ সালের ১৪ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর কয়েক দিনের মধ্যেই ইলিনয়ের প্লেইনভিল এলাকায় নিজের ভাড়াটিয়া হানান শাহিন ও তার পুত্র ওয়াদী আলফায়ুমির ওপর হামলা চালান।

পুলিশ জানায়, গাজায় যুদ্ধ নিয়ে ক্ষুব্ধ চুবা শাহিনের বাসার দরজায় গিয়ে জোরপূর্বক ভেতরে ঢুকে পড়েন। তিনি শাহিনকে গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন এবং সামরিক ধাঁচের ছুরি দিয়ে আঘাত করতে থাকেন।  শাহিন একাধিক ছুরিকাঘাত সহ্য করেও বাথরুমে পালিয়ে গিয়ে জরুরি নম্বরে ফোন করে সহায়তা চান।

কিন্তু শিশু ওয়াদী বাঁচতে পারেনি।  তাকে ২৬ বার ছুরিকাঘাত করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আদালতের কার্যক্রমে হানান শাহিন তার সাক্ষ্যে বলেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই চুবা ক্রমাগত মুসলিমদের নিয়ে সন্দেহ ও বিদ্বেষপূর্ণ আচরণ করছিলেন। হামলার সময় চুবা তাকে বলেছিলেন, ‘তুমি মুসলমান, তোমার মরতে হবে।’

এই ঘটনা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে সংঘটিত সবচেয়ে আলোচিত ইসলামবিদ্বেষ ও আরববিদ্বেষমূলক হামলাগুলোর মধ্যে অন্যতম।

/এআই

Exit mobile version