Site icon Jamuna Television

নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণা-কলমাকান্দা সড়কের হীরাকান্দা এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ মিয়া (৯) নামে এক‌ শিশু মারা গেছে। শ‌নিবার (৩ এপ্রিল) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা মস‌জি‌দের সামনে এই ঘটনা ঘটে‌।

নিহত আব্দুল্লাহ পার্শ্ববর্তী সুনামগ‌ঞ্জের মধ্যনগর উপ‌জেলার অনন্তপুর গ্রামের আহম্মেদের ছেলে। এ ঘটনায় ট্রাকচালক মাহমুদুল‌ হককে (২৫) আটক ক‌রে পু‌লিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় লোকজন।

স্থানীয় ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, ক‌য়েক‌দিন আগে আব্দুল্লাহ তার মায়ের সাথে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থে‌কে কলমাকান্দার হীরাকান্দা গ্রামে নানা দুলাল মিয়ার বা‌ড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালের দিকে নানার বা‌ড়ির কা‌ছে আব্দুল্লাহ রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগ‌তির এক‌টি ট্রাক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে শিশু‌টি‌কে ধাক্কা দি‌য়ে সড়‌কের পা‌শে মস‌জি‌দের দেয়ালে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লেই শিশু আব্দুল্লাহ মারা যায়। ঘটনার পরপরই ট্রাকচালককে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তোলে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ও‌সি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ট্রাকচালক ও ট্রাক পৃুলিশের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন র‌য়েছে।

/এএস

Exit mobile version