Site icon Jamuna Television

অবশেষে পাবনা শহর অংশে ৫ কিলোমিটার ইছামতী নদী খনন শুরু

পাবনা করেসপনডেন্ট:

অবশেষে পাবনা শহর অংশে পাঁচ কিলোমিটার ইছামতী নদী খনন কাজ শুরু হয়েছে। শনিবার (০৩ মে) সকালে শহরের লাইব্রেরী বাজার পুরাতন ব্রীজের পাশে খনন কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম।

এসময় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, সেনাবাহিনী সদস্য ও নদী উদ্ধার আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহর অংশে খনন কাজ শুরু করায় প্রশাসনকে স্বাগত জানিয়ে নদী পাড়ে মানববন্ধন করেন ইছামতী নদী উদ্ধার আন্দোলনের সদস্যরা।

উল্লেখ্য, ইছামতি নদীকে বাঁচাতে ২০১৬ সালে ‘ইছামতি নদী উদ্ধার আন্দোলন’ এর ব্যানারে আন্দোলনে নামে পাবনাবাসী। কিন্তু অবৈধ দখলদারদের মামলা আর রাজনৈতিক প্রভাবে গতি পায়নি নদী উদ্ধার কার্যক্রম।

অবশেষে ইছামতি নদী পুনরুজ্জীবিকরণ প্রকল্প গ্রহণ করে ইছামতি নদীর প্রাণ ফেরানোর উদ্যোগ নেয় সরকার। তারই ফলশ্রুতিতে ২০২৩-২৪ অর্থবছর থেকে নদী খনন কাজ শুরু হয়। ইতোমধ্যে প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

/এমএইচ

Exit mobile version