‘রাজনীতিতে ধর্ম আনা হলে তা কলুষিত হয়’

|

ফাইল ছবি।

রাজনীতিতে যখন ধর্ম আনা হয় তখন ধর্ম কলুষিত হয় বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। তিনি বলেন, নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল রাষ্ট্র, জাতি গঠনে তেমন কোনো ভুমিকা রাখতে পারেনি।

শনিবার (৩ মে) বিকেলে জনতা পার্টি বাংলাদেশের আয়োজনে শ্রমিক দিবসের আলোচনায় তিনি একথা জানান।

এই শিক্ষাবিদ বলেন, অর্ন্তবর্তী সরকার অনির্বাচিত। রাজনৈতিক দলগুলো দায়িত্ব পালনে ভূমিকা না রাখতে পারায় এই ধরনের সরকার এসেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের রাজনীতি হারিয়ে ফেলেছে। তাই যুক্তরাষ্ট্র, ইইউ দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তিনি। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া শ্রমিক কল্যাণ সম্ভব নয় বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply