Site icon Jamuna Television

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাকডের পর পেজটি থেকে জুয়ার লাইভ প্রচার করতে দেখা যায়। যদিও এখন পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ বন্ধ করে রাখা হয়েছে।

শনিবার (৩ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রও জানায়, তাদের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। ইন্দোনেশিয়া থেকে পেজটি হ্যাকড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেজটি উদ্ধারে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

/এমএন

Exit mobile version