Site icon Jamuna Television

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতিফলন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের অধীনে কাজ করা ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) এই সামরিক সরবরাহের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং সম্ভাব্য এই বিক্রয় সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ভারত যেন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সামরিক ক্রয় বৃদ্ধি করে, সেই প্রচেষ্টার মধ্যেই এই অনুমোদন দেয়া হয়েছে।

এই প্রস্তাবিত সরবরাহ ‘ফরেন মিলিটারি সেল’ (বিদেশি সামরিক বিক্রয়) পদ্ধতিতে হবে এবং এটি ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির অধীনে ভারত-মার্কিন সহযোগিতার সাথে যুক্ত।

ডিএসসিএ-এর মূল লক্ষ্য হলো মার্কিন জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থে বিদেশি নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা সম্মিলিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সচেতনতা ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের জন্য ভারতের সাথে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য সামরিক চুক্তি অনুমোদন করা হয়েছে।’

/এআই

Exit mobile version