Site icon Jamuna Television

সুদানে হাসপাতালে বিমান হামলায় ৭ জন নিহত

সুদানের উত্তরের ওল্ড ফাঙ্গাক শহরের একটি হসপিটালে প্রাণঘাতী বিমান হামলায় অন্তত সাতজন নিহত। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। এ হামলায় শহরটির একমাত্র হাসপাতাল এবং ফার্মেসি ধ্বংস হয়ে গেছে। রোববার (৪ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দক্ষিণ সুদানে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রেসিডেন্ট সালভা কিরের মিত্র বাহিনী এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত বাহিনীর মধ্যে দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে।

জাতিসংঘ ইতোমধ্যে সতর্ক করে বলেছে, দক্ষিণ সুদান আবারও একটি পূর্ণমাত্রার গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ২০১১ সালে স্বাধীনতা লাভের পর দেশটি একাধিকবার রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে।

বিশেষ করে দিনকা জাতিগোষ্ঠীর কিরের অনুগত বাহিনী এবং নুয়ের জাতিগোষ্ঠীর মাচারের বাহিনীর মধ্যে সংঘর্ষে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।

হাসপাতালে এই হামলা সাম্প্রতিক মাসগুলোতে সরকার-নেতৃত্বাধীন আক্রমণের ধারাবাহিকতা। ২০২৫ এর মার্চ থেকেই সরকারি বাহিনী একাধিক বিমান হামলা চালিয়েছে।

/এআই

Exit mobile version