Site icon Jamuna Television

নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ফাইল ছবি।

নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশকে বিতর্কিত ও সাংঘর্ষিক উল্লেখ করে তা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে কমিশনের প্রতিবেদনের সেই সুপারিশগুলোর বৈধতাও চ্যালেঞ্জ করা হয়।

রোববার (৪ মে) সু্প্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। চলতি সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।

রিটে নারী পুরুষের সমান উত্তরাধিকার, বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব, যৌন পেশাকে বৈধতা দেয়ার প্রস্তাবসহ কমিশনের বেশ কয়েকটি সুপারিশকে ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থি, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়। রিটে তিনটি মন্ত্রণালয় এবং চেয়ারম্যান বিবাদী করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version