Site icon Jamuna Television

এবার পাকিস্তানের বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ যেন থামছেই না। এবার পাকিস্তানি পণ্য আমদানিতে দিল্লির নিষেধাজ্ঞার জবাব দিলো ইসলামাবাদ। নিজেদের সমুদ্রবন্দরে ভারতীয় জাহাজ প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটি।

শনিবার (৩ মে) মধ্যরাতে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশ জারি করে। দেশটির সংবাদমাধ্যম ডন’র বরাতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে জানানো হয়, এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানের বন্দরে ঢুকতে পারবে না। কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তানের সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, গতকাল শনিবার পাকিস্তান থেকে সব ধরণের আমদানি নিষিদ্ধ করে ভারত। ভারতের সরকার জানায়, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ পদক্ষেপ নেয়া হয়েছে। কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিলসহ একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত।

/এমএইচ

Exit mobile version